কালিয়াচক

ঈদের নামাজ পাঠে জনসমুদ্রের রূপ নিল সুজাপুরের নয়মৌজা ময়দান

 

বৃহস্পতিবার খুশির ঈদ। আর এই খুশির ঈদে মালদা জেলার মধ্যে অন্যতম হল সুজাপুরের নয়মৌজা মাঠ। যা রাজ্যের অন্যতম বৃহৎ নামাজ পড়ার জায়গা। প্রায় এক লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে নামাজ পড়েন এখানে। আর তাইতো এদিন নামাজ পাঠে মুখরিত হয়ে উঠল সুজাপুরের নয়মৌজা ঈদগাহ ময়দান।

    এদিন ময়দান সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কেও নামাজীদের ভিড় জমে যায়। আট থেকে আশি সকলেই শামিল হয় ঈদের নামাজ পাঠে। অন্যদিকে আজ খুশির ঈদে পুরুষদের সাথে পাল্লা দিয়ে নামাজ পাঠে অংশ নিলেন মহিলারাও। ঈদ উপলক্ষে শহরের হায়দারপুর এলাকায় মুসলিম মহিলা জন কল্যান কমিটির উদ্যোগে মহিলারা নমাজ পাঠ করেন। এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নমাজ পাঠ করলেন। যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল। এই নমাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই নমাজ পাঠে অংশ নেন। নমাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে।